প্রলয় সন্ধ্যা বুঝি ঘনালো,
ক্রুদ্ধ ঝটিকা বহে এলোমেলো,
মেঘের ভারেতে আকাশ নামলো,
আধারের  মেঘ কি ভীষণ কালো।
সাজানো  শহর ভেঙে বুঝি গেলো!
ভয়েতে পাখিরা কূজন ভুললো,
একি দুর্যোগ শিয়রে দাঁড়ালো!
ব্যস্ত শহরের প্রাণ চমকালো।
ঘন মেঘ ঐ গুমরি গুমরি,
সৃষ্টিকে যেন ফেলে উপড়ি,
চমকানো অসি কঠিন তারি,
ফালা করছে আকাশকে ধরি।
অতি বর্ষণ বাঁধন  হারা,
প্রতি প্রান্তে নেই কোনো সাড়া,
চপল প্রান্ত উদ্বেগে ভরা।
ঝরে পরে শুধু বরিষ ধারাl
মত্ত ঝটিকা আঁছড়ে পরে,
নদীর ঢেউএ দুকূল ভরে।
বাঁধের গায়েতে ফাটল ধরে,
ভাসে সবটুকু জলের তোড়ে।
নব্য সভ্যতা জলেতে ভেসে,
পৌছে গেলো আদিম দেশে।
রাজ্যের প্রাণ নিরাশ শেষে,
দূষণ প্রকৃতির মাতাল রোষে।
চেন্নাই আম্মা সজ্জা ছাড়লো!
আধুনিকতার গয়না হারালো।
বানের শাসনে সব ভেসে গেল।
প্রকৃতির  কাছে হারযে মানলো।।



চেন্নাই 1st December.