মনে-পড়ে সেদিন শ্রাবণে
  সবুজে ছিলাম ঢাকা,
কতনা স্বপ্ন চোখের কোণে
  যত্নে ছিলযে আঁকা।


বসন্ত এসে নাড়িয়ে দিত
  বলতো দুয়ার খোল।
শত রঙ বাহারের মাঝে
  দিয়ে যেতো সে দোল।


আঁধার রাতে চাঁদখানাটা
  ভরিয়ে যেত মোরে,  
মনের কোণে গাইতো বেহাগ
  কতনা মধুর সুরে।


ত্যাগ করলো সব আমায়
  বাইছি তরী একা!
বসে আছি অপেক্ষাতে
  থেমেছে সুখের পাখা!


পর্ণমোচী বৃক্ষ আমি
  আজ শুষ্কে ভরা,
সবুজ কবে ঝরে গেছে
  একাকীত্বে হারা।


আমার সবুজ ডালের পরে
  খেলতো রঙিন পাখি,
ছোট্ট তার আশাগুলো
  আঁচলে দিতাম ঢাকি!


সেদিন ভীষণ দাবানলে
  স্তব্দ হলো সব,
ঝলসে গেল জীবন আমার
  পাখিও হলো নীরব!


এ পৃথিবীর মাটিকে তবু
  ধরেছি শক্ত করে,
প্রাণখানাযে যায়নি আজও
  শত জরার ভিড়ে।