এই পৃথিবীর মায়ার বাঁধন লাগেনিতো ভালো,
রূপকথা সব ভুলে গিয়ে সেতো চলে গেলো।


মায়ের স্নেহের আদরমাখা স্পর্শ হলো ফিকে,
বেছে নিলো অজানা পথ ধরলো অচেনাকে!


মধুমাখা মনের ভিতর কোন পঙ্কিল জমলো?
আটকে দিল দুইপা তার চলতে গিয়ে থামলো।


খেলার পুতুল ধুলায় কাঁদে হৃদয় ভাঙে আজি,
কে যে তাদের নেবে কোলে শাসন নেইতো বুঝি।


নিথর তার চোখ দুটোতে প্রশ্ন আজো ভাসে!
কেনো মাগো শিশির ছোঁয়াচ লেগে থাকে ঘাসে।


বলতে গিয়ে বুকের কাছে শ্বাস বায়ুটা কাঁদে,
বুকের গভীর আর্তনাদ ছড়ায় তারা চাঁদে...


ছোট্ট হাতে জড়িয়ে ধরে মায়ার আঁচলখানি,
বলতে ভুলে গেল সে আজ নিজের স্বপ্নখানি!


তোর সাথে স্বপ্ন মোর চিতার বক্ষে পুড়লো!
ওই দহনে জ্বলি রোজ শ্মশান মোরে ঘিরলো।


আমার দেওয়া কোন সুধা সঙ্গে বেঁধে নিলি?
মায়ের চেয়েও অধিক সুখ সেইখানে তুই পেলি?


আজযে আমি ধুলার মাঝে স্মৃতিগুলো কুড়াই!
কোনোটা রাখি আলমারিতে, কোনোটা বুকে জমাই...