শেয়াল
আরে আরে কুমীরভায়া
   কেমন আছো বলো,
অনেকদিন পায়নি দেখা
   ছানারা কোথায় গেলো?


কুমীর
ছানারা মোর গভীর জলে
   সুখে নিদ্রা যায়,
ওদের জন্য খুঁজছি খাবার
   ঘরে খাবার নাই।


শেয়াল
চিন্তা কেন করো বাপু
   পাঠিয়ে দিও ঘরে,
রাশি রাশি খাবার আছে
   খাবে পেট পুরে!


কুমীর
কেন বাপু তোমার ঘরে
   যাবে খাবার তরে,
না খেয়ে মরলে পরেও
   যাবেনা তোমার ঘরে।


শেয়াল
খাবার জন্য বলছি নাহে
   শিক্ষাতো পেটে চাই,
তোমার মতো মূর্খ হয়ে
   মিলবেনা কোথাও ঠাঁই।


কুমীর
ভেবে দেখি আর কটাদিন
   হচ্ছে তারা বড়ো,
তাদের ঘিরে আমার মনে
   আশা অধিকতর।


শেয়াল
চিন্তা আর করো কেন
   বিশ্বাসটুকু রাখো,
এমন শিক্ষা দেব তাদের
   ভেবে শুধু দেখো!


দুষ্টুর সেই  মিষ্টি কথার
   বিশাল ফাঁদ পেতে,
ছানাদেরকে টানলো শিয়াল
   মায়ের বুক হতে।


ছানাদের দেখে শিয়ালের
   গড়ায় জিবে জল,
কেমন করে তাদের খাবে
   আঁটতে থাকে ছল।


একে একে দ্রুত শেয়াল
   সব ছানাদের খেয়ে,
ম্যালেরিয়ার গল্প খানা
   বানায় কুমীরকে গিয়ে।


মূর্খ কুমীর বুঝতে পারে
   ঠগায় শিয়াল তাকে,
আপন দোষে হারালো সব
   কাতর হলো শোকে।


দুষ্ট লোক কথার ফাঁদে
   শিকার ধরতে থাকে,
সাবধানেতে রেখো চরণ
   নইলে পড়বে ফাঁকে।