তুই আমার ভোরবেলা তুই আমার রাত্রি।
তুই আমার সাঁঝ বাতি, নতুন কালের যাত্রি।


তুই আমার নয়ন জুড়ে ভরিয়ে রাখা স্বপন।
তোকে নিয়ে ছোট্ট ছোট্ট সুখের দিন যাপন।


আঁধার রাতের রূপকথা তুই, বৃষ্টি ভেজা দোয়েল।
বসন্তর ওই খেয়ালী বাতাস, রিনিঝিনি পায়েল।


টলমলে ছোট্ট পরী  ছুটিস কালের পথে।
পথের কাঁটা ছুঁবেনা তোকে, বক্ষ রাখি তাতে।


আঁধার পথের দুখের ক্ষরণ পিছে যদি রয়।
বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে করবো তাদের ক্ষয়।


তুই আমার যত্নে সৃষ্ট পারিজাত ফুল।
তোকে ঘিরে আমার সত্তা, পায় নতুন কূল।


তুই আমার মা ভবানী, তুই আমার কালি।
তোর ছোট্ট দেহের পরে প্রেমের নামাবলী।


প্রতি ক্ষণের আদর মাখা, তুইযে  হৃৎপিণ্ড।
সর্বনাশ ঘিরলে পরে করবো তাকে খণ্ড।


এ পৃথিবীর সর্ব সুখ দেব মুঠোয় ভরে।
আলোর ওই জোছনাগুলো ভরিয়ে দেবে তোরে।


তুইযে আমার চলার পথে, আশ্চর্য এক রতন।
ইষ্টের ন্যায় পূজি তোকে, তেমনি করি যতন।