ক্ষণিকের অতিথি এলে
শিউলি খেয়ার ভিড়ে,
এই কটা দিন ভাসিয়ে গেলে
খুশির জোয়ার ঘিরে।


শীর্ণ বাহু দিয়ে আমি
কালের দুয়ার ধরি,
যেতে নাহি দেব তোমায়
পায়ে তোমার পরি।


শোনেনাতো কথা আমার
আপন মনে চলে,
অতি বলিষ্ঠ বাহুর ঘায়ে
ছিটকে আমায় ফেলে!


চলে গেলে মাগো তুমি
অনেক দূরে ভুলে,
চলে যাওয়ার পথ খানিযে
ভেজে চোখের জলে।


যাওয়ার পথে  রেখে গেলে
একটি বছর কাল।
দীর্ঘ সময় কাটেনাযে
ক্লান্ত বুঝি সাল!


হয়তো আবার হবে দেখা
উথাল পাথাল মন,
ফুলের অর্ঘ্য সাজিয়ে আছি
ধ্যানে তব চরণ।



কবিতাটি বিজয়ার দিনে লেখা