কবি হাজার রাত বিনিদ্র!
অপেক্ষা একটি প্রত্যুষ...
তার প্রতিটি শব্দ জন্ম দেবে ভয়ঙ্কর উল্কার
আছড়ে পড়বে সমাজের শিকড়ে!
ভয়ানক লাভায় দিক ভ্রষ্ট হবে রুগ্ন সৃষ্টি,
ধ্বংস স্তুপ পিঠে চারা হয়ে উঠবে কবিতা!
মাটিতে ফলবে হাজার রামধনু!
জন্ম নেবে  ঐক্যের তৃণ...
রাতের আকাশে রোজ খেলবে নিষ্কলঙ্ক চাঁদ,
কবি মৌন রয়েছে বহুকাল,
ছন্দ পতন হয়েছে তার সত্ত্বার...
তার সৃষ্টির কালিতে বহে জমাট অন্ধকার!


তবু আপন ঘরের ধ্বংস ধূলিতে মাথা নাড়ে
নতুন কিছু চারা!
তারাকি কবিতা হবে প্রত্যাসার?
মনের আকাশ বড় ধূসর গুমোট
নেই বরিষ ধারা,
কবির দেহ বারবার ফিরে যায় পঞ্চভূতে
তবু প্রতীক্ষার কোটর জ্বলে!
ঘুমের কালো কবিকে ছুঁতে ভয় পায়,
ছন্দগুলো রিনিঝিনি বাজে   শুধু বাজে...