ফেসবুক পাতা খুলে যবে আমি দেখি,
ফ্রেন্ড রিকোয়েষ্টে আজ কার নাম একি!
চমক লাগলো তাই নাম ইতিহাস।
অজান্তেই ভার বুকে পড়ে দীর্ঘশ্বাস!
জানতে চাইছো কেন স্মরণে রাখিনি?
কেন মোর নাম ধরে কভুতো খুঁজনি?
মনে পড়ে আজ খুব সুপ্রচীন কথা,
বুকের কোণেতে রয় নীল সব ব্যথা!
তাকে ফেলে দিয়েছিনু ঘোর আঁধারে,
ঘুড়ে বুঝি দেখিনিগো তারে একেবারে,
দিয়েছিনু নাম তার,কালো ইতিহাস।
সারাক্ষন ধরে ছিল,ওর সাথে বাস।
মেঘদূত হয়ে সেযে এসেছিল মনে।
মুঠো মুঠো সুখ ভরা ছিল তার সনে।
সময়ের কত নদী আজ বয়ে গেছে।
ঠিকানাটা সবটুকু গিয়েছিল মুছে...


মনেতে বিরাজে আজ,কবিতাযে রত্ন!
মনিকোঠা মাঝে ছিলে করেছিনু যত্ন।
আজ ফিরে এলে হৃদে একান্তে পেলাম।
হারাবোনা কোনোদিন শপথ নিলাম!
হৃদয়ের আবিরেতে ভরাবো তোমায়,
হারাবার আর বুঝি নাই কোনো ভয়।
পূব হতে এ পশ্চিম, উত্তর, দক্ষিণ।
সব কোণে তব ছায়ে আজ হবো লীন!
ফিরে পাওয়া সুখযে, হবেনা মলিন।
ছন্দে আনন্দে মোড়া, আছে যত দিন।
আবার নিলাম পেনে বুক ভরা কালি।
লেখার সুখেতে তাই সব মন গলি।
কবিতা তোমাকে আমি নতুনে সাজাবো,
ইতিহাস নাম বুঝি, আজ মুছে দেবো।