ঝাপসা আকাশ মনের ভিতর ইমন শুধু গায়।
ঐ মেয়েটি পথের মাঝে  ক্লান্ত দেখি পায়।
দুটো পাখি খাচ্ছে দোল ঘিঞ্জি গলির তারে।
আসছে কেও স্বপ্ন বোঝা শক্ত পিঠের পরে।
দিচ্ছে নাড়া ঘরের কড়ায় শুধু ঝোড়ো বায়...
জানালা মাঝে দৃষ্টি খানি স্বপ্ন হয়ে মিলায়।
প্রেমের আলো ফিরে গেছে সেই ভোর বেলায়।
আজ কেনযে তার জন্য ভারী কষ্ট হয়।
বলে ছিলো দুয়ার তোর একটুখানি খোল।
রঙিন আবির দেবো মনে খেলে যাবে দোল!
যাবার পথে রেখে গেলো বৃষ্টি ভরা রাত...
ঝাপসা চোখে খুঁজি তারে কেন প্রতি প্রভাত!
ঘুমের মাঝে চরণ ধ্বনি সেকি ফিরে যায়?
আসবেনাতো কভু তবু মনযে সজাগ হায়।
ক্ষণিক স্মৃতি আজোও আছে যত্ন করে মোড়া।
ন্যাপথলিনের গন্ধ আজ শুধু তাতে ভরা।
আসলো শ্রাবণ বৃষ্টি ভেজা গভীর কালো রাত...
ফাঁকা ঘরে স্মৃতির বাতাস বুঝি দেয়যে সাথ।
স্বপ্নে সে যে যতবারই চোখে দেয় ধরা,
মরীচিকা হয়ে  শুধু হারিয়ে যায় ত্বরা।
কবিতা মাঝে তার নামই যত্নে তবু লেখা,
মনের মাঝে মিষ্টি অতীত আজও চোখে আঁকা।