সোনা, কি হলো তোর?
বলনা দেখি খুলে ,
পড়াটাকে কাল বুঝালাম,
দিব্যি গেলি ভুলে?


মনটা কেন উড়ুউড়ু ,
কি চাস বল দেখি?
দূর হতে নিবি কি তুই,
উড়ছে যে ঐ পাখি?


ওহ তুই ঘুড়ি নিবি
দ্বন্দ কেন ওরে,
আচ্ছা ঠিক কিনে দেব
ঠিক দুপুরের পরে।


যখন ঘুড়ি উড়াবি তুই
আকাশের ঐ পারে!
ভিডিওগেমের খেলাটা
তুচ্ছ ওদের ভিড়ে।


হলদে সবুজ লাল নীল
সবই দেবো তোরে,
মাঞ্জা করে দেব ধার
সাদা সুতোর পরে।


মা বেটাতে উড়াব ঘুড়ি
ছাদের উপর চরে,
হাতের মধ্য দিয়ে তখন
লাটাইখানি ঘুড়ে।


যবে ঘুড়ি খেলে বেড়াবে
আকাশ খানি জুড়ে!
মনটা ঠিক নাচবে তখন
ঘুড়ির সুতো ধরে।


মোদের সময় ছিল কতো
রংবেরংএর খেলা,
সে সব কথা কক্ষনোযে
যায়না কভু ভুলা।


দাদা আমার উড়াত ঘুড়ি
আকাশের ঐ গায়,
ছেলেবেলার স্মৃতিগুলো
কেবল ছুঁয়ে যায়!


আমিও হতাম তাদের সাথি
দুষ্টু খেলার কালে,
দাদার পিঠে পড়ত শুধু
বাঁচতাম ফাঁক তালে।


বাবা বলতেন মেয়ে আমার
খেলবে মন ভরে,
কতদিন থাকবে ও ঠিক
যাবে শশুড় ঘরে...


কাটতো ঘুড়ি যবে আবার
দুঃখ হতো মনে,
দাদা বলতো ওরে পাগল
জিতব আবার পরে।


হারা জেতার খেলা এই
থাকে জীবন কালে,
করিসনা তুইি দুঃখ বোন
বুঝবি বড়ো হলে।