হিম সমীরণে দোলে অবাধ্য শিশির,
শিহরণ জাগে মনে স্বপ্ন করে ভিড়!
বাঁকা চাঁদ আকাশেতে ঘুমে ঢুলে পরে,
কুয়াশা আঁচলে ঢাকে আদরেতে ভরে!
নবীন ধানের ঘ্রাণ দিগন্ত মাতায়,
কৃষি পাড়া জমে ওঠে খুব ব্যস্ততায়।
ধানে ধান লাগে শুধু বাজছে বাজনা,
আনন্দ ঝরছে মাঠে ভরবে খাজনা।


হেমন্ত গাঁদারা লিখে পৌষ হাত নাড়ে,
সাদা গন্ধ মেখে যেন আসে দোর পারে।
বনবীথি চ্যুত পত্রে  করে শুধু খেলা।
দিগন্ত ভরেছে দেখি আনন্দের মেলা।
ঘাসের গালিচা ধোয়া মুক্তা মারে উঁকি,
নবান্নের কাক ভোর আজ খুব সুখী।