ঝরা বেলার হলুদ রোদে হলো দেখা আবার,
বসন্ত বাতাসে উদাস তখন পৃথিবী...
মনে মনে ফাল্গুনি সুর বাঁধছিল
স্বপ্ন ঠিক রামধনু সিঁড়ি বেয়ে উল্কার মতো কাঁপিয়ে দিলো
আমার ত্রিফলা হৃদের প্রতি প্রান্তে!
ভাবলাম কি দেব উপহার…
শুষ্ক মরুতে ভেজানো আমার দু পা,
চোখে দুঃস্বপ্নের ভিত!
তুই যখন এসে বাড়িয়ে দিলি হাত,
আমার অজস্র ক্ষতে চুঁইয়ে পরা রক্ত মুছাতে…
তখন অনেক দিনের মরা নদীতে আবার বান এলো!
তবে... তোকে ছুবার স্পর্ধা আমার হয়নি।
সমাজের বাঁধ টপকে ওপারে যাবার
দুঃসাহস আমার যেন না হয়...
শুধু আমার হৃদয় উপরে  
একটি  ইচ্ছের বীজ রাখছি তোর পায়ে।
আমি আবার নতুন জন্ম চাই,
এই বীজ বেয়ে উঠবে লতানো স্বত্বা মম...
তুই কবিতা হয়ে বাঁচবি ঠিক এক সবুজ বৃক্ষের মতো!
তোকে জড়িয়ে বেয়ে উঠবে আমার ইচ্ছে,স্বপ্ন!
আমার প্রতি নিশ্বাস স্পর্শ করবে তোকে,
পূরণ হবে জন্ম জন্মান্তের ধূসর হয়ে যাওয়া
ক্ষয়িত দলিত অবহেলিত চাওয়া মোর।


সেদিন মনে আছে …বলেছিলি...
আমি বসন্ত তুই এক রাঙা পলাশের ঝরা পাপড়ি
আমি তোকে যত্নে রাখবো দখিন হাওয়ায়!
যতদিন  পৃথিবীতে বসন্ত থাকবে তুই রইবি পাশে...
সেদিন আমি সে কথার তল খুঁজে পাইনি,
সে কথার গভীরতা আজ অবেলায় খুব ছুঁতে ইচ্ছে করে!
সরষে ক্ষেতের দিগন্ত পেড়ানো দৃষ্টি আমাকে আরো রক্তাক্ত করে...
আজ ঠিক যেন শেষ হয়ে যাওয়া যুদ্ধ ক্ষেত্রে
আমি পরাজিত সৈনিক!
সারা শরীর আর মন জুড়ে বয় ক্লান্তি,
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
এই অসময়ে আমি এক জড়…
ঘুড়ে দাঁড়ানোর ক্ষমতা বুঝি নেই  
তোকে বলি... হাজার বসন্ত কেন পার করে এলি?
অপেক্ষার সিঁড়িগুলোতে ক্ষয় বিছিয়ে রয়েছে!
আমি এক পোড় খাওয়া পাপড়ি...
জানি আজ একথা খুব বেমানান লাগবে
তবু  বলি তোকে আরবার,
যদি পুনর্জন্ম হয় তুই হবি নির্ভীক স্বচ্ছ কবিতা!
তোর বুকে  আমি বিলীন হবো প্রতিটি অক্ষরে অক্ষরে...


আজ সমস্ত স্বপ্ন হারিয়ে গেছে বিকেলের নক্ষত্রের পাশে!
শুধু এই ঝাপসা চোখে  বসে থাকি অপেক্ষায়,
কবে আমার কবিতার পাণ্ডুলিপিতে বইবে
বসন্ত বাতাস...
আমি ছুঁতে পাড়বো আকাশ!