জাতকে নিয়ে মাতিস তোরা
   রক্ত মেখে হোলী খেলিস?
কোরান বাইবেল ত্রিপিটককে
   ছুঁড়ে তোরা পথে ফেলিস!


দুর্যোগের ওই করাল ছায়ায়
   ঘনিয়ে করিস কালো রাত!
মনে রাখিস তোরা বর্বর
   নেইতো তোদের কোনো জাত।


বিজ্ঞান বলে মানুষ মোরা
   নয়তো মিল পশুর সাথে,
তবু কেন মারিস থাবা
   পশুর ন্যায় হিংস্র হাতে।


বলতে পারিস কি পাবি তুই
   জাতের নামে বিভেদ করে?
আগামীকে কিসের নেশায়
   ভরাবি ওই কলঙ্ক ছুঁড়ে?


দুবেলা ওই স্নেহের ধারায়
   যে শস্য মাটিতে ফলে,
তার গায়ে নয়তো লেখা
   ফসল ফলে কাহার হালে!


তোর ক্ষুধা মেটায় যারা
   বলরাম কিংবা রহিম ভাই,
তাদের কোনো নেইতো জাত
   কথাটা আজ মনে ধায়।


গীতা কোরান মনের বর্ম
   পবিত্রতায় আত্মা ঢাকে,
মূর্খ যারা বোঝেনা স্বরূপ
   মনের খাতায় ভুল আঁকে।


সৃষ্ট মোরা এক আকাশে
   বুকের ভেতর একই সুর,
একই রক্ত শিরায় বহে
   সাম্প্রদায়িকতা হোকনা দূর।  


জাত যাক আজ জাহান্নামে
   মানুষকে তুই কর পূজা,
সূর্য জ্বলুক হৃদপিণ্ড জুড়ে
   সেই তেজে জীবন সাজা!


পৈতে টিকি হিজাব টুপি
   ভাবিস বুঝি পরম আপন?
মানুষকে তোর বুকের পাশে
   জায়গা দিলে ধন্য জীবন।


আঁধার মনকে হারিয়ে ফেলে
   বাঁচরে আজি মানুষ হয়ে,
জাতের নামের তুচ্ছ দেওয়াল
   উপড়ে ফেল কুঠার ঘায়ে।