চারদিক ধূধূ করে ধেয়ে এলো ঝড়।
তাহার দাপটে ধরা কাঁপে থরথর।
বাগানের ফলগুলি ঝরে পরে যায়।
ফুলগুলি বৃন্ত চ্যুত, মাটিতে লুটায়।
জলভরা কালো মেঘ খুশি প্রাণে ধায়।
নীড় ভাঙা পাখিগুলি খুব অসহায়।
দিন বুঝি হলো চুরি ঘনালো আঁধার।
ধরণী আতঙ্কে রয়, বুক কাঁপে তার।


গাছগুলো ঘন ঘন মাথা নেড়ে যায়,
কভু তারা উপড়ায় কভু আছড়ায়।
ঝড়ের হুংকারে রয় কড় কড় বাজ।
ধ্বংস লীলা রাজ করে চারিদিকে আজ।
অশুভ শক্তির দেহ ফালা ফালা করে,
বিদ্যুতের অসিখানি দুইহাতে ধরে।