জোনাকীরে কাছে পেয়ে জোছনা সুধায়।
কি করে হলো তোর দেহ আলোময়?
কোন দেব দিল বর সত্যিই বল!
কি আছে রহস্যখানা করবিনা ছল...
অরণ্যখানা ভরে ওঠে তোর রূপ দিয়ে,
আঁধারযে ঋনী হয় তোকে কাছে পেয়ে !
মনে ভাবে চাঁদ তার ধার করা আলো,
মাঝে মাঝে হয়ে উঠি কি গভীর কালো।
জোনাকির আলোখানি থাকে সর্বক্ষনে,
ক্ষুদ্র তবু নিজ আলো থাকে তার প্রাণে।
জোনাকী  কহে শোনো চাঁদ তুমি শ্রেষ্ঠ
সময়ের চলা পথ বাঁধনেতে পিষ্ট!
স্বাধীন স্বত্বা মোর খুশী গান গাই!
ঝিকমিক খুশি দিয়ে বনভূমি ধাই।
কবিরাতো করে শুধু চাঁদেরি বড়াই,
মানিক জ্বালিয়ে দেহে আঁধারে বেড়াই।
বনের কাছেতে করি সুখ দুখ ভাগ,
জড়াই সবার সাথে নেই কোনো রাগ।
জোছনা ভরায় ধরা তুচ্ছ মোর আলো।
অপেক্ষা মোর তরে আঁধারের কালো।।