একজন কালো মানুষ,
বাড়িয়ে দিল হাতখানি...
দৃঢ় কণ্ঠে উচ্চlরিল ‘দাও যা আমার
অধিকার অথবা
আমার পাওনা বলতে পারো'
সুধালেম তুমি কে বন্ধু?
মোর দ্বারে আজি।
উত্তরিল,'আমি ভবিষ্যতের
পথ বেয়ে এসেছি'
নিমেষে চমক লাগলো!
আমার কিবা  দেবার আছে
ভবিষ্যৎ  প্রজন্মর কাছে!
অতীতের সিড়ি বেয়ে
নামতে লাগলাম, দেখলাম
গাঢ় কালো অন্ধোকার...        
খুঁজতে লাগলাম একের পর এক,
ক্লান্ত হয়ে পড়লামl
হোঁচট খেয়ে পড়লাম,
কি দেব এই ভবিষ্যৎ প্রজন্মের হাতে,
কেউ কী আছো তোমরা?
এই আঁধারে আমি যে একা,
ধরবে কি আমার হাত!
বন্ধু,এ দুর্গম পথ।
আমাদের রাখা জঞ্জালেই কি
তার গায়ের রং...এতো কালো
না-না তা হয় না,
তাকে উপহার দেব আমরা
সত্য, ন্যায়,বাসযোগ্য
পবিত্র এক পৃথিবী।
এক জঞ্জাল মুক্ত সমাজ।
নির্মল নীল আকাশ l
মাটির বুক চিড়ে ওঠা
সজীব এক চাড়াগাছ।
এসো বন্ধু এসো...আমার হাত ধরো,
আর আমরা মূক হয়ে থাকবো না।
আমাদের বিদ্রোহ হবে
নিষ্কলুষ পৃথিবী বানাবার।
উপহার দেব সোনালী সকাল
এই ভবিষ্যৎ  প্রজন্মকে।


হঠাৎ  কলিং বেলের শব্দে
ঘুম গেল ভেঙে।
দেখি ভোর হয়ে গেছে।