ওহে কাণ্ডারী নাহি করো দেরি।
দিনে রাতে বাজে যুদ্ধের ভেরী।
ধরো হাল তুমি শক্ত করে।
তুফানেতে নিয়ে চলো পাড়ে।
বিপন্ন মানুষ ঝড় বয়ে যায়...
জননীর মান লুণ্ঠিত ভায়,
তরুন সমাজ দিশা নাহি পায়,
চারিধার শুধু করে হায়হায়।
কে দেবে মন্ত্র তরুনের কানে।
সত্যের পথে চলবে কেমনে,
নেতাজী সুভাষ বিপ্লবী ভাই,
কেউতো তাঁরা আজ বেঁচে নাই।
তাঁদের ত্যাগ বুঝি বৃথা যায়,
দেশ জননীকে দহনে ভরায়।
ওহে কাণ্ডারী পথ খুঁজে দাও,
অনাথেের পাশে আজকে দাঁড়াও।
অশান্ত স্রোতে তরী ডুবে হায়,
কালো আধাঁর চারিদিক ছায়।
বারুদের ঘায়ে কাঁপে শুধু মাটি,
তরুনের প্রাণ সবচেয়ে খাঁটি।
দিশা নেই  বিভ্রান্ত পথে,
কাণ্ডারী নাও আজিকে সাথে।
দেখাও আজি  আলোর দিশা,
ঘোচাও ঘোর আঁধার নিশা।
মুক্ত কবে হবে শান্তি পতাকা।
মূল্য পেলো কি এই স্বাধীনতা!