জন্ম দিনে কিনে এনে, এক উপহার,
কাছে ডেকে তুলে দিনু ছোট্ট হাতে তার।
বইটির লেখা গুলো, রোদ্দুরেতে গড়া।
বলি, চক্ষু খুলে দিয়ে, আপনাকে ভরা।
সেই সূর্যের রোদ্দুর, শেষেতো পাইনি!
বইএর শেষ পাতা, পূরণ হয়নি।
ওই বীরের কাহিনী, তীব্র জ্যোতি সম!
অশুভকে ধ্বংশ করে, তাকে আজ নম।


মুক্তি পেল দেশবাসী, কঠিন সংগ্রামে।
যুদ্ধে কর্ণধার ছিল, নেতাজী এ নামে।
মাঝ আকাশে হারালো, রাহুদের কোপে!
আঁধার এদেশ শোকে, তার নাম জপে।
যে পথে গেল সে চলে, বুঝি ধ্বংস ক্ষয়!
ফেরার পথ ছিলনা,চারদিকে লয়।