ও পাখি তুই কেন ডাকিস শুধু মা মা বলে?
সাত রঙা তোর পাখার রঙে সব কিছু যাই ভুলে!
নিটোল কালো চোখ দুটোতে কেবল মায়া ছায়,
চিনতে তারে কভু আমি আর পারিনা হায়।
তুইকি আমার হারিয়ে যাওয়া বুকের মধ্যমণি?
যাকে আমি আর পাবনা সত্যি আমি জানি
তোর দুটো রঙিন পাখায় ভাসিয়ে নিয়ে চল,
এই সংসার তিক্ত ভারী থাকবোনা এক পল।
সেই যেখানে ভুলবো সবি অতল কালো বাঁধন,
নীলাচলের পথের পারে  মুক্তি আমার সাধন।
চলরে পাখি চলরে ত্বরা করিসনা আর দের,
হেথায় শুধু মায়ার বাঁধন সর্বনাশের ফের।
হেথায় বাতাস গেছে মরে নিবছে যত আলো,
হিসেব খাতায় রক্ত লিখন সবযে এলো মেলো।
নিয়ে তুই চলরে মোরে দূরের থেকে দূর...
ফেরার পথ যাক হারিয়ে বাজুক নতুন সুর!
থাকতে আমি  চাইছিনা আর অচেনা আজ ভুবন,
দোহাই ওরে দেখবোনা আর নিঠুর কালো দহন।
পিছে পড়ে থাকুক আমার মিথ্যে খেলা ঘর...
নতুন হয়ে  বাঁচবো আমি হোকনা সবাই পর।