ও পাখি তুই কেন ডাকিস শুধু মা মা বলে?
সাত রঙা তোর পাখার রঙে সব কিছু যাই ভুলে!
নিটোল কালো চোখ দুটোতে কেবল মায়া ছায়,
চিনতে তারে কভু আমি আর পারিনা হায়।
তুইকি আমার হারিয়ে যাওয়া বুকের মধ্যমণি?
যাকে আমি আর পাবনা সত্যি আমি জানি
তোর দুটো রঙিন পাখায় ভাসিয়ে নিয়ে চল,
এই সংসার তিক্ত ভারী থাকবোনা এক পল।
সেই যেখানে ভুলবো সবি অতল কালো বাঁধন,
নীলাচলের পথের পারে মুক্তি আমার সাধন।
চলরে পাখি চলরে ত্বরা করিসনা আর দের,
হেথায় শুধু মায়ার বাঁধন সর্বনাশের ফের।
হেথায় বাতাস গেছে মরে নিবছে যত আলো,
হিসেব খাতায় রক্ত লিখন সবযে এলো মেলো।
নিয়ে তুই চলরে মোরে দূরের থেকে দূর...
ফেরার পথ যাক হারিয়ে বাজুক নতুন সুর!
থাকতে আমি চাইছিনা আর অচেনা আজ ভুবন,
দোহাই ওরে দেখবোনা আর নিঠুর কালো দহন।
পিছে পড়ে থাকুক আমার মিথ্যে খেলা ঘর...
নতুন হয়ে বাঁচবো আমি হোকনা সবাই পর।
বিরহ সুন্দর অপূর্ব লেখা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
বিচ্ছেদের কাতরতা হৃদয় দহন করে জানি, আর এও জানি, আমাদের জীবনকাল অনিশ্চিতের মাঝে, অনিশ্চয়তায় ভরা। তাই মেনে নিতে হবে জীবনের সময়কালকে। আবার চলতে হবে আগামীর পথে সমব্যথীদের তরে। আপনার দহন যন্ত্রনার উপশম হোক, এটাই কামনা করি, সেই সাথে ভাল থাকার জন্য প্রার্থনা করি।
অনবদ্য লেখনী। মুগ্ধ হলাম দিদিভাই।
জানি যে গেছে চলি আসবে না আর কভু ফিরে
হৃদয় মাঝে স্মৃতি সারাক্ষণ গুমরে গুমরে মারে,
তবুও বাঁচতে হবে এই পৃথিবীতে আছে যতক্ষণ প্রাণ
মরণ যখন আসবে হবে হৃদয়ের সব দুঃখর অবসান।
তাই কবি চেষ্টা করুন ভুলতে ঐ বেদনাময় স্মৃতি
কবিতার আসর আছে আপনার পাশে ঢেলে অসীম প্রীতি।
অসাধারণ ছন্দময় একটা কবিতা পাঠ করে সততই মুগ্ধ হলাম।অনেক ভালো লাগা রেখে গেলাম আপনার পাতায়।প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকুন প্রিয় কবি সব সময়।
অসাধারণ উপস্থাপনা। সুন্দর প্রকাশ। তবু বলবো বিষয়টা থেকে বেরোতে হবে, প্রিয় কবি।
অন্য রকম উপস্থাপনায় মুগ্ধ করবেন আগামীতে এই আশায় রইলাম।
যত্ন নেবেন নিজের প্রতি।
বিরহকাতরা প্রিয়কবির জীবন দিয়ে অনুভব করা
জীবনআলেখ্য অনুভূতির সুন্দর বহিঃপ্রকাশ।
কবিতা পাঠে টপ্ টপ্ করে ফোটা ফোঁটা জলের অপচয়েও
প্রিয়কবির বেদনাবিধুর হৃদয়ে দিতে পারি না সান্ত্বনা।
যে ফুল না ফুটিতে…
তবুও আমাদের এইভাবে বেঁচে থাকতে হয়।
বেঁচে থাকাটাই জীবনের পরম সান্ত্বনা।
শুভকামনা রইল নিরন্তর।
প্রিয়কবিরে সুন্দরতম সকালের আন্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!
বেদনার সাড়া,
দিয়ে যায় নাড়া।
শুভেচ্ছা নিরন্তর।
নতুন করেই বাঁচতে হবে, ভুলতে হবে সব।
দুখের মাঝেই সুখটি খোঁজো, বাঁচবে তুমি তব।
এ জীবন তো দুঃখে ভরা,সুখ বলো আজ কোথা?
যেথায় যত সুখ আছে,সেথায় ততই দুঃখ কথা।
আন্তরিক শুভকামনা প্রিয় কবি।
অনেক সুন্দর লেখা।
শুভেচ্ছা ও ভালবাসা রইল।
ভাল থাকুন প্রিয় কবি।
যে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না। দুখ ভুলে প্রকৃতির দিকে তাকান। আমরা সাথে আছি।
হৃদয়বিদারক সুর কবিতার তবু বলি সুন্দর।
কবির জন্য সবসময়ের শুভেচ্ছা।
জীবন জীবনের কথা বলে
আনমনে নিরবধি চলে।
------ চমৎকার লিখেছেন কবিবর।
আবৃত্তি শুনার বাসনা রইলো।
অসামান্য জীবন কথা ।খুব ভালো লাগলো। শুভেচ্ছা অবিরাম কবি ।
বেশ আবেশ রেখেছেন কবিতায়।মুগ্ধ হলাম ।শুভেচ্ছা রইলো বন্ধু সাথে শুভকামনা রইলো
জীবন ও মানে পরিচ্ছন্ন অনুভূতি ও উপলব্ধি । ভাল করে বুঝতে কয়েকবার পড়লাম ।
অনেক ভালবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইলো । ভালো থেকো ।
'তাই, নব আনন্দে জেগে থাকো বন্ধু............
কারুণ্য ভরা সুন্দর কবিতায় অনেক
ভালোবাসা রইল।
ভালো থেকো।
খুব ভাল লাগল।