কাঠবেড়ালী দুষ্টু ছানা।
লেজ উচিঁয়ে খাচ্ছ দানা।
আয়না কাছে খাবি পাতে
বসবি পাশে,খেলবি সাথে,
মা বুঝি তোর করবে মানা?
গান শোনাব,যা মোর জানা
শুনতে হবে শুনবো না মানা!
একটু কাছে আয়না সোনা,
মা কি তোর কখনো বলে?
হোমওয়ার্ক করো,খেলা ভুলে।
ওইগুলো সব করতে আমায়
ভাললাগেনা শুধু জ্বালায়...
কাঠবেড়ালী যাসনা রেগে,
আমার সাথে ভাসবি মেঘে?
পক্ষীরাজের পিঠে বসে
মেঘের ঝুঁটি ঝাপটে কষে!
ছুটবো দুজন বন্ধু মিলে
রোমাঞ্চটা প্রতি পলে।
তেপান্তরের মাঠের পরে,
আঁধারগুলো ঘিরে ধরে,
ব্যঙ্গমা ব্যঙ্গমী ধরবো খাঁচায়...
আরে আরে পালাস কোথায়?
আমি যে তোকে ডাকছি হেথায়,
জ্ঞান দেওয়া যে হচ্ছে বৃথায়।
দুষ্টু তুই নেই কোনো কাজ l
ফেলে এসেছিস সবটুকু লাজ!
মা বুঝি  ডাকছে বাড়ি?
যা, তোর সঙ্গে  আড়ি ll