বয়েস সবার অর্ধশত কিংবা পাশে তার,
খুশির জোয়ার ভাঙলো সেদিন প্রতীক্ষারি পার...
চাঁদ ছিলনা নিয়ন আলো,গাঙ্গের পারে মোরা,
আড্ডা ভারী জমেছিল সতেজ সবুজ ভরা।
পা মিলিয়ে একই সাথে হেঁটেছিলাম কজন,
গোধূলিটা হাজার রঙে মিলিয়ে দিল মন।
কেউ ছিলনা পিছে সেদিন সন্ধ্যা থমকে গেলো,
আবোল তাবোল হাসি কথায় পঁচিশ ফিরে এলো!
হয়েছিলাম সবাই প্রীত,চোখে আলোর ধুন,
মনের সুরে জাগলো বেহাগ তুচ্ছ শত ফাগুন,
কত যুগ পেড়িয়ে গেছি, কত ভোরের আলো,
কত তারা ক্ষয়ে গেছে সময় ফিরে এলো!
ব্যাস আরকি সুখের ঝোলায় রইলো কিছু স্মৃতি...
ওটা বুঝি  ভাগ হবেনা হৃদে বন্ধু প্রীতি!
কোকিল ডাকা কোনো ক্ষণে মন উচাটন হলে,
এই অবেলার ক্ষণিক খুশি তারা হয়ে জ্বলে।
                                      ইতি
                                    আমরা কজন...