ঈদের খুশি বাইছে হাওয়া প্রভাত পাখির ডাকে
  নবীন ভোর উঠছে জেগে সবুজ ডালের ফাঁকে,
কেউ খাবে আজ বিরিয়ানী কিংবা ফিরনি পায়েস
   মিষ্টি আড্ডা জমবে আজি ছুটি মজায় বেশ।


খুশি চঞ্চল কিশোর কিশোরী নব তরঙ্গে ধায়
   প্রকৃতিকে আজ ভয়ায় আবেগে রামধনু রঙ ছায়,
দাদুর হাতের ছড়িটিতে বুঝি জমে রোজ প্রত্যয়
   সমাজেতে যদি ঘনায় আঁধার করবে সত্যি ক্ষয়!


কবিরা আজ ডালি ভরে দেবে হৃদয় নিহিত বাণী
   কবিতার ফুল ঝরবে হেথা নাহিতো দ্বিধাখানি।
আকাশের বুকে শান্তির দূত ছড়াবে মৃদু আলোক
   ধ্রুবতারা সাথে দেখাবে পথ জাগবে আগামী ভূলোক।


ব্যথাতুর যদি কেউ হওগো বিশ্বাস ভরো বুকে,
   কেউ যদি নেই পাশে তবু  ভাসবেনা কভু শোকে।
জয়ের পতাকা হৃদ মাঝারে উড়বেই একদিন
   সংকল্পটা দৃঢ় হোক ঈদে আসবে সত্যি সুদিন।


আমার কলম ঈদের পারে ভরাক দোয়েল সুর
   দীপক তানে উঠুক মেতে খুশিতে ভরপুর,,  
ঝরুক আজ আকাশ ব্যপিয়া মূল্যবোধের আলো
   তৃতীয়ার এই শুভক্ষণে শান্তি প্রদীপ জ্বালো।।