আকাশের গায়ে খুশির মেঘ ঈদের চাঁদের সনে,
   হেসে হেসে আজ লুকোচুরি খেলে লেগেছে মাতন মনে।


হিজাব টুপি খুশিতে ভিজে কখনো ভিজছে শরীর,
   ভেজা বাতাসে বুকের শ্বাসে জমানো খুশির ভিড়।


একফালি চাঁদ কি আনে বয়ে সবার মনের মাঝে,
   আকাশের বুকে ব্যকুল দৃষ্টি চোখের পলকে রাজে।


শান্তি ঐক্য ঈদের হাতে সম্প্রীতির কদম পথে,
   ফিরনি কাবাব সিমাই পায়েস ফেরে সবার সাথে।


ঈদ নয় শুধু একার মুখ ধনী গরীব সবার,
   সার্থক হোক ঈদের মিলন দূর হোক অন্ধকার।