দেব দিবাকর ওগো জ্ঞানী সব জানো,
কলঙ্কের ভার তবে একা মোর কেন?
সূর্য পিতা সত্য তব কুন্তী আমি মাতা,
কর্ণকে স্বীকার করা খুব কষ্ট সেথা?
কেন তবে মম পুত্র  হাহাকারে ভরে?
জড়ান জীবন তার অপমান জ্বরে...
আগামী প্রজন্ম তবে পাবে কোন শিক্ষা?
পতিত জন্ম লগন শুধুযে উপেক্ষা।


যে পথ দেখালে তুমি সেই পথে ক্ষয়,
যাপিত জীবনগুলো হয় নয়ছয়!
উপায়তো নেই কোথা ত্যাজিলাম যারে,
বুমেরাংএ  ফিরলো সে সর্ব শক্তি ভারে!
মাতা পিতা অনাদৃত আঁধারে জীবন,
থাকুক আপন ধর্মে কর্ণের মরণ!