সন্ধ্যাতারা জাগলো সবে
  দুটি চক্ষু মেলি!
বলে কবি বলতো ভেবে
  জীবনে কি পেলি?


বলি আমি হিসাব খাতায়
  উইএর ঢিবি ভরা!
লাভ ক্ষতির মাত্রাগুলোয়
পড়ে গেছে জরা...


এইতো ভালো সবার মাঝে
  রচি আমি গান,
কিবা পেলাম কি হারালাম
  সেদিকে নেই ধ্যান।


যদি কভু হারাই আমি
  চিন্তা ঘনিয়ে আসে,
বুলবুলিটার মনের কথা
  কে শুনবে বসে?


অথবা ঐ নীল আকাশে
  সাদা মেঘের দল,
কেমনে জানাবে  মুক্তির স্বাদ
  খুশির প্রতি পল!


ক্লান্ত বিকেল ফেরে মেয়েটি
  অভাবের বোঝা মাথে,
তার পৃথিবী স্বার্থপরের
  কেউ রয়না সাথে।


তাদের কথা বুঝবে কেগো
যদিনা রই পাশে?
সন্ধ্যামণির কাছে কেমন
শেষ বিকেল হাসে!


ঝুপড়ির গায়ে ভাতের গন্ধ
  দিনের আলোর শেষে,
ওইটুক সুখ জানাবে কেগো
  ত্যাগী যদি শেষে...


রিক্ত বাতাস ঘেরে যখন
  মায়ের উদাস কোলে!
তপ্ত  ব্যথার ব্যাকুল অশ্রু
  নিভৃতে বয়ে চলে।


অনেক কালের কবি মোরা
  যুগে যুগে আসি,
সবার হই আপনজন
  মানুষকে ভালোবাসি।