শোন কবিতা তুই বিহঙ্গ মুক্ত নীলাকাশে…
   স্বাধীনতায় ঢুব দিয়ে যাস প্রাণযে প্রতি শ্বাসে!
ওই নোনা দেওয়ালগুলো ভাঙতে নেইতো ভয়,
   জং ধরা সব ক্ষয়া সভ্যতা তোর হাতে নয় ছয়!
তুই সাতরঙা পুষ্ট বিবেক  সিন্ধু সফেনে কাণ্ডারী,
   দশ হাতে তোর জয়ের প্রদীপ কখনোবা মুণ্ডধারী!
তুই ভালোবেসে ছড়াস দীপ্তি সূর্য শিখা শত,
   তার নিচে দেখি কলুষ দগ্ধে সত্য জয়ে রত!
তোর পিঠতো সহ্য করে শত বারুদের ক্ষরণ
   তবুও দৃঢ় চলার গতি জীবনের তাপ হরণ।
প্রতিবাদ তোর অঙ্গে খচিত চোখের কোটর জ্বলে...
   বন্ধ্যা জমিতে আবাদ করিস সহস্র সোনা ফলে!


তোর চোখে মোর আঁধার কাটে বাই জীবনের হাল
   তোর প্রেম বহে হৃদের কোণে কাটেনা ছন্দ তাল!
আমি তুই যদি একাকার হই উল্কা ছড়াবে জানি,
  জন্ম নেবে অগ্নি স্নানে  নতুন  পৃথ্বীখানি।