কৃষ্ণ রয় হৃদ জুড়ে  সিক্ত মন আঁখি,
জপি সদা নাম তার পথ মোর বাকি!
অম্বরে মেঘের সাথে  মিলে রূপ তাঁর
কালো আলো একাকার করে ভব পার।
যমুনা  পিয়াসী সদা তার ছোঁয়া তরে,
কিছুতে মেটেনা আশ আঁছরায় পাড়ে!
বাঁশীঁ ডাকে রাধা নামে গাঁথা সুরখানি,
তবু রাধা বিরহিনী রয় অভিমানী!


তব নাম জপে শিব  অনন্ত সত্যম!
সৃষ্টি লয় তব হাতে হে  পুরুষোত্তম।
জ্বলে প্রেম দীপ শিখা ঘনাক আঁধার,
কৃষ্ণ নামে ডুবে রয় সংসারের সার।
দুষ্টেরে দমন করো দেবকী নন্দন,  
তোমারে সেবিতে ধন্য তুলসী চন্দন।