গিরি সাথে মেঘবালা একাকার হয়,
গহীন  হৃদের কোণ সব আলোময়।
প্রেমের বরিষ ধারে ছোঁয় গিরি মন,
ধূসর শরীর তার মন উচাটন!
মেঘবালা কভু সাদা চাদরেতে ঘিরে,
কখনো বর্ষণ ধারে সিক্ত করে ফিরে।
বজ্র হয়ে গিরি গায়ে দেয় কভু ক্ষত,
নিশ্চুপ জড়তা বুঝি কাটে রয় যত।


যবে বালা ভেসে যায় দূর হতে দূরে।
খুশি মধু ধুন ভুলে দুখ চোখ জুড়ে...
প্রতীক্ষাতে গিরি দেব সজাগ হৃদয়,
বাতাসের গায়ে শুধু কান পেতে রয়।
দীপ্তি বাধা অঙ্গে বুঝি কাটে সব কালো,
ফিরে আসে বালা পুনঃ হয় গিরি আলো!