এই বাগানের মালী আমি।
হাজার ফুলের মাঝারে।
গুনগুন করে গান গায় ওলি,
সকালে বিকেলে দুপুরে।
বকুল ঝড়ে যায় বাতাসের সুরে,
বলে জল দাও জল দাও প্রাণে।
চম্পা চামেলী ভরে ওঠে গানে,
কি কথা বলে যায় বাতাসের কানে।
এই বাগানের মালী আমি যে,
রাঙি ফাগুন বাহারে।
হাজার সুগন্ধ মাখায় আমারে,
মাতে মন নৃত্যের তালে।
কেউ সবুজ হয়ে ফোটে, কেউ হলুদ,
রক্তের লাল হয় কেউবা, কেউ বীষের নীল!
প্রজাপতি এসে এ ফুল ওফুল,
চঞ্চল মনে খেয়ে যায় দোল...
এই বাগানের শুধু মালী আমি,
জ্যোৎস্না দেয় আলোর সাজি।
তাতে ফুলে ফুলে মালা গেঁথে ভরি।
প্রভুর চরণে সেই মালা রাখি।
হাজার ফুলের মাঝারে।
এই বাগানের মালী আমি।
হাজার ফুলের মাঝারে।।