ভালোবেসে জীবনের মানচিত্রের নাম দিয়েছি অশোক!
একের পর এক যুদ্ধ জয় করে বাড়িয়ে ছিলাম সীমানা...
এ যুদ্ধ ছিল ভালোবাসার যুদ্ধ,
একাই শাসন করতাম  ঈশান হতে অগ্নি …
কিন্তু সীমানার হৃদপিণ্ডে কখন ক্ষয় রোগ পাখা মেলেছিল
ব্যস্ততায় তা ঠাহর করতে পারিনি!


ভালোবাসার সবুজ ক্ষেতে কয়েকটা পঙ্গপাল
হৃদপিণ্ডের চারণভূমি তচনচ করে গেছে...
লিখে গেছে ক্ষয়!
তাদের বিচরণ ভূমি আজ ধূসর,
মানচিত্রের বড় একখানা জায়গা মরুভূমি আজ!
মানচিত্র হতে সেসব ভূমি বাদ দিতে বড় কষ্ট হয়,
ধরে রাখতেও আর সাহস হয়না,
হয়তো ছড়িয়ে পরবে পচন!
আজ তাই নতুন করে সীমানা তৈরীতে ব্যস্ত এ আমি,
এতে থাকবে শুধু সবুজ আর বিশ্বাস...
রঙ করা ধূসর চুলের পোর খাওয়া মানুষটার সীমানা,
রইবে শুধু ভালোবাসার বেড়া জাল দিয়ে ঘেরা!
পঙ্গপাল আর সহজে ঢুকতে পারবেনা!