দেশ মোর বড় প্রিয়,তেরঙা আমার।
মানুষ সত্যি আপন, ভাগ বৃথা তার।
প্রজাপতি ছুটে চলে, ক্ষুদ্র ফুল পরে।
বাতাস নিষিদ্ধ নয়, পতিতার ঘরে।
একই গড়নে দেহ, ধরার ধূলিতে।
এসো সব ধরি হাত শক্ত হোক ভিতে...
সীমানাতে ছেদ কই, দৃষ্টি শুধু ধায়।
মানুষের পাশে সুখ, কাঁটাতার নাই।


সুখ আছে পাশে থেকে, সুখ রয় সাথে।
মানুষকে দিয়ে সুখ, খুশি মনে গাঁথে।
সুখের সোনার কাঠি,  সেই শুধু পায়,
মানুষের সুখ দুঃখে, সদা রয়ে যায়।
বসন্ত কোকিল তাই, ভেদ নাহি জানে।
ছড়ায় তাহার সুখ, সকলের মনে।