মাধবীলতাকে ভালোবেসেছিল মধুকর।
সুগন্ধ আর গানে ভরিয়ে তুলেছিল
তাদের নিজস্ব পৃথিবী।
সূর্যের আলোয় স্নান করতো দুজনে,
প্রতিটি ঋতু তাদের আদরে ভরাতো।
মনের সব দুয়ার খুলে,
গড়েছিল প্রেম চারু আনন্দলোক।


সেদিন বনে যখন লাগলো আগুন
মাধবীলতা পালাতে পারেনি!
পালিয়ে বাঁচতে পারেনি মধুকরও!
যদিও তার দুটো ডানা ছিল,
হায় তার তৃষিত ঠোঁট আর দুটো ডানা
বন্ধক রেখেছিল মাধবীলতার কাছে!
তাই বুক পেতে নিয়েছিল মৃত্যু!
সত্যিই মধুকর পালাতে পারেনি...
একে বলে কি প্রেম… পবিত্রতা!
ছুঁতে পেড়েছিল কি তাদের প্রেম
স্বর্গের মায়াবী বাতাস?
পৃথিবীকি মনে রেখেছে তাদের কথা?
না… তাদের কথা কেউ মনে রাখেনা,
তারা নিশ্চুপে করে যাওয়া আসা...
তাদের কথা পড়লে  হয়তো
পৃথিবী আবার সজীব হতো!
নিঃস্বার্থ প্রেমে ভরতো দশদিক।