জন্মের পর গিয়েছে মাগো
   কেবল বছর চার,
কিছুই আমি চিনিনা মা
   মুখোশে চারধার।


ওইযে কালু পোষ্য আমার
   খেলছে আমার সাথে,
ওর মুখেতো নেইতো মুখোশ
   মায়া ভরা তাতে।


মুখোশ নেই সন্ধ্যা তারার
   মুখোশ মুক্ত আকাশ,
বুলবুলি আর কাকাতুয়ার
   মুখোশে নেই বাতাস।


মানুষ কেমন  জীব মাগো
   মুখোশে ডাকে মুখ,
বীভৎস কারো মনুষ্যত্ব
   ঢেকে কি পায় সুখ।  


কৃষ্ণ বুদ্ধ নানক কবীর
   এক আকাশের তলে,
কেমনে ছিল মুখোশ মুক্ত
   সব ভেদাভেদ ভুলে।


আকাশ আমার হয়েছে ছোটো
   ছড়ান স্বপ্ন খুঁজি,
চার বছরে জানালো ওরা
   নারী আমি বুঝি।  


হোকনা তারা স্যার ম্যাডাম
   হোকনা পাড়ার কাকা,
নারী ভাবে সবার আগে
   গোপন মুখোশে ঢাকা।


কেমনে বেড়াই পৃথিবী জুড়ে
   প্রজাপতির পাখায়,
সুযোগ পেলে বাঁধে পা
   মুক্তি ধুলায় লুটায়।


মা আমি, ভগিনী আমি
   আমি কখনো দুহিতা,
কখনো আমি ত্রিশূলধারী
   আবার অসহায় পতিতা।


তবে মোরা বছর চারেও
   বইছি লোভের ভার,
আমার কালু বোঝে যেটা
   ওদের তরে ধিক্কার।