নারী মুক্ত ধারা
               হোয়োনা তাতে হারা।
ভাসিয়ে দেবে তোড়ে  
               অজানা কূলের পারে!
যেমন নারী হারায়
               যাযাবরের ধারায়।
শিকড় উপড়ে ধায়
               কুল বংশ হারায়।
দাও যদি আলো
                মঙ্গল দীপ জ্বালো।
ছড়াও তারে বিষে
                ফল পাবে নিঃশেষে।
হলে মুক্ত নারী
                হারে পায়ের বেড়ী!
ধরা দেবে নাতো
                আগলে রাখো যতো।
নারীতো স্রোতস্বিনী
                চঞ্চল হরিণী।
করো তাকে জয়
                হবেনা কোনো ক্ষয়।
নারীর যাপিত জীবন
                পরকে করে আপন।
নেইতো কোনো ভয়  
                আকাশ করে জয়।
নারীর পথের সুরে
                সন্ধ্যা তারা ভরে।
ফুলের গোপন কথা
                 নারীকে ভরায় সেথা।
তোমার লেখায় নারী
                 তুলে ধরো ভারী!
নারীর মনের কথা
                 কোথায় পাবে সেথা?
কুরুক্ষেত্র রচে
                 নারীর মন সেঁচে।
আসেন ভগবান  
                 রাখতে  নারীর মান।
দুর্গা জীবন রথে
                 সামলায় দশ হাতে।
অসুর হও যদি
                 বধ হবে  নিরবধি।