বাবুই তাহার নিজের বাসা বাঁধে আপন মনে।
প্যাঁচ দিয়ে ঐ ঘাসের সুতো জোড়ে ক্ষণে ক্ষণে...
দেখতে দেখতে বাসাটি তার নতুন  হয়ে ওঠে।
কত রঙ্গীন স্বপ্ন তাতে সজাগ হয়ে ফোটে।
এইতো সেদিন এসে গেল আকাশ ভাঙা  বৃষ্টি।
বাবুই  তখন গভীর সুখে দেখে নিজের সৃষ্টি!
সুখে সে করছে যাপন প্রতিটি দিন ধরে।
যতই আসুক খরা প্লাবন বৃষ্টি পড়ুক ঝড়ে।
একদা ঐ গাছেতে আসে হনুমানের দল।
পেড়ে পেড়ে খেতে লাগলো গাছের পাকা ফল।
এমন সময় নামলো বৃষ্টি আকাশ গুরুগুরু।
ভিজলো তাদের সারা দেহ কাঁপন হলো শুরু।
বাবুই তখন বলে তাদের ওহে বন্ধু শোনো...
এতো সুন্দর হাত তোমাদের বাসা নাহি বুনো?
বুঝলো কি যে হনুমানজাত মোদের দেখে হাসা?
উচিত শিক্ষা দেবো তোকে ভাঙলো বাবুই বাসা।।