নদী আমি তব ঘরে ঢেউ ভাঙে কূলে,
সংসারের আবর্জনা মোর দেহে মিলে।
সূর্য রোজ ছুঁয়ে যায় সাত রঙ ঝরেে...
ধেয়ে চলি হাসি মুখে খুশি ডালি ভরে।
শাসনের বাঁধ যবে চলা বাঁধে মোর,
ফুঁসে মন গর্জে ওঠে রোষ ভরে ঘোর।
তবু রোজ নেচে ছুটি চলাতে জীবন,
হাতছানি দেয় সিন্ধু সেথা জুড়ে মন।


চাঁদ কভু দেহে খেলে উত্তরাধি রাখি,
সুজলা সুফলা পার সুখে বয় আঁখি।
বাঁধ ভাঙা খরস্রোতে কভু ভাসো তুমি,
অবহেলা নষ্ট করে ভুলো নারী আমি।
ধ্বংস সৃষ্টি মোর হাতে বহে চলি হাল,
ভালোবেসে রেখো মনে রব চিরকাল।