আমি সেই নারী ভীম পদ মূলে অসুর যেখানে জব্দ,
ত্রিফলা অস্ত্রে তচনচ করি ত্রাহি ত্রাহি উঠে শব্দ।


আমি সুশোভা ধরিত্রী হয়ে ভরি কুসুম কাননে,
উল্কার ক্ষয় মোর বুকে রয় আঁধার জমে মননে।


গঙ্গার বুকে মিলে মোর লাস রাত জাগা পাখি কাঁদে,
অপরাধ ওরা মাটি চাপা দেয় মানবতা পরে খাদে!


আমি ভেদ করি মহাকাশচারী কল্পনা হয়ে  নভ,
না হলে জানি চুরমার হয়ে আকাশে বিলীন হবো...


ভোরবেলাতে শিউলি কুড়াই আলপনা দিই দেওয়ালে,
মমতাময়ী মা হই কখনো ঝড় হই আপন খেয়ালে।


পথে পরে রয় সংগ্রাম গাঁথা, রক্ত ক্ষরণ দুপায়ে।
সত্যেরে নিই আঁচল পেতে কঠিন ত্যাগের ঘায়ে।


আমি ধানসিড়ি ধাবিত নদী উজান ভাটা ফিরে,
রাম ধনু দেখি বর্ষার রোদে বা হলুদ দহন ঘিরে!


আমিতো দুর্গা বস্তি পাড়ার ছেঁড়া মানুষের ভিড়ে,
অসভ্যতা প্রবেশ করলে ফালা করে দেবো তিরে।