দুর্গা নারী কালি নারী, পূজো মাতা বোন,
তবু দেখি এ দেশেতে নারী নির্যাতন!
ভ্রুণ হত্যা সমাজেতে যদি কন্যা হয়,
তিলে তিলে প্রতিদিন সমাজের ক্ষয়।
পাচার করছো নারী লোভের জ্বালায়,
দংশাও নারীর প্রেম মনে পাপ ধায়।
দিলে তারে যোগ্য মান পাবেযে সুফল,
অন্যথায় ঘোর ক্ষতি  যাবে রসাতল।


প্রযুক্তিতে ভরে দেশ গোড়ায় গলদ!
নৈতিকতা ভুলে নেতা হয়েছে বলদ,
ইন্ধন জোগায় তারা প্রতি পাপ কর্মে,
মধু লোভে ভুলে তারা বাঁধা যেটা ধর্মে!
মূল্যবোধে নারী ধ্বংস ঘনায় আঁধার,
ভারসাম্য ক্ষতিগ্রস্ত প্রকৃতির হার।