বাঁচতে গেলে বাঁচোগো অন্যেরই তরে।
প্রার্থনা করবে সদা দীপ্ত ন্যায় ভরে।
দুঃস্থে সর্বদা বাড়াও সাহায্যের হাত।
দেশের করগো ভালো  নিয়ে পুণ্য সাথ।
পাপকে করবে ঘৃণা পাপীকেতো নয়,
প্রকৃতিকে বেসো ভালো জয় কোরো ভয়।
নিজের চরিত্রখানা সদা রক্ষা কোরো,
বদ অভ্যাস রইলে  অবশ্যই ছাড়ো।


মনেতে বাড়াতে পারো ন্যায়ের বিচার,
বর্জনের দিকে রবে ঘৃণ্য ভ্রষ্টচার।
ধ্বংস সদা করো ঘৃণা মনের গভীরে,
শান্তিকে জড়াও বুকে সত্যের নিবিড়ে।
আলোর পতাকা তোলো জিতে নাও জ্ঞান।
মরলে দেশের তরে বাড়বেযে মান।