নারী মানে লাল নীলে মাখা একটি দেহ,
   মন আছে কি মান আছে  ঠিকানা পায় কেহ...
নারী মনে হেনস্তা শুধু ওদের কথায় আদর
   যোগ্যতা তার চাপা পরা রয় হায়না করে সাদর!


জীবন নায়ের বৈঠা নারী হাজার ঢেউএর মাঝে
   স্রোতের দমক কঠিন হলেও অটুট নিজের কাজে,
শত আপমান ঢোক গিলে নেয় শান্তির পথ চেয়ে
   ভালোই  জানে পর্দা সে সম্ভ্র্রান্ত ঘরের মেয়ে।


নীল পরীরা গল্প বলে রামধনুটা ছায়
   আসবে নিতে পক্ষীরাজে, প্রাণের কেউ  হায়...
কয়েক দিনেই এলোমেলো ঝড়ের ধুলো গায়
   তাড়া করে থাবাগুলো শ্মশান অবধি ধায়!


ছেলেবেলায় প্রথম ধারায় এক্কা দোক্কা খেলা,
   কখন আবার প্রাণের খুশির ভাসায় রঙিন ভেলা,
জানেনা সত্যি বিসর্জনে সেও ভেসে যায়
   গুপ্তহত্যায়র সাক্ষী হয়ে চাঁদ তারা রয়!


চারিদিকে খরার মাঝে তবুও সবুজ রয়
   তাদের সাথে পা মেলাতে হয়না কেন ভয়।
নারীকে বোধে মাতৃ সম কিংবা ভগিনী বন্ধু
   তাদের হৃদে বিরাজ আজো অসীম নিলয় সিন্ধু!