সন্ধ্যার তিমিরে মেঠো পথ বেয়ে চলেছে তারা,
ফিসফিস বাক্যগুলো পুরানো হলেও
কণ্ঠরোধ করার ক্ষমতা নেই কোনো শক্তির কাছে!
বারবার শুধু নতুন হয়ে ধরা পরে,
লেকের ধারে,কলেজের রুমে, পথের পারে কিংবা
সমাজের এপ্রান্ত থেকে অপর প্রান্তের এগলি সেগলিতে…
কোন লগ্নে এযাত্রার শুরু,কোন মধুক্ষনে!
হিসাব মেলানো ভার...
ধুলিধূসরিত পৃথবীর সব কিছু পুরোনো হয়,
নতুন কাহিনীগুলো পুরোনোকে ঢেকে ফেলে।
মাটির নীচে চাপা পড়ে ক্ষয়িত সাম্রাজ্য!
রাজা আর সিংহাসন মলীন হয় কালের গতিতে।
বাক্য হারায় পাথরের পদতিক...
ধ্বংস জমিতে ফসল ফলায় নতুন চাষি।
জাঁকজঁমকের জয়স্তম্ভ ক্ষয়ে যায়,
পিষে যায় ভবিষ্যতের  রথচক্র তলে,
মূক শতাব্দী পুরোনো জঞ্জালগুলো
উপড়ে ফেলে,সৃষ্টি করে ইতিহাস।
তবু পুরোনো প্রেমের রং মোছে না।
প্রেম পৃথিবীর কাঁধে ভর করে,
চলতে থাকে সৃষ্টির আদি লগ্ন হতে।
মেঠো পথ বেয়ে ঐযে যায় তারা!
সভ্যতার  দম্ভ স্পর্শ করতে পারেনি প্রেমকে...
পায়ে পায়ে সে শুধু এগিয়েই যায়।
নতুন পৃথিবীর রংএ শুধু ভিজে
আবার নতুন হয়ে ওঠে।
ধ্রুবতারার মতো নতুন চীরকালের,
প্রেম... পৃথিবীর সজিীব  হৃদপিণ্ড।।