প্রভু তুমি হলে বিদ্ধ ওইযে ক্রুশের পরে,
ফোঁটা ফোঁটা স্রোত ঝরে আজও কালো ভোরে!
যারা তোমায় করলো আঘাত তাদের দিকে চাও...
ক্ষমার আগে মুখোশ পড়া মানুষ চিনে নাও!
শতাব্দী পর শতাব্দীতে ক্ষয় হয়যে সুজন
কখনো দেহে কভু মনে বিচার পায় কজন!
শেষ যাত্রায় ধূপের ধোঁয়া মুখ টিপেযে হাসে,
ঘৃনার বাতাস ফুলের গন্ধ নীরব হয়ে ভাসে।
আজো ওরা করে ভুল নবী হয় খুন,
মেরী মায়ের মনের কোনে স্তব্ধ খুশীর ধুন!


কৃষ্ণ তাঁর জন্মটাতে নেইতো সুখের বাতাস,
দানবরূপী কংস মামা করে ছিলো হতাশ!
তাইতো যেথায় ধ্বংসরূপী অসুর বেঁচে রয়,
মানুষ বুঝি তুচ্ছ সেথা মুহাম্মাদও লাঞ্চিত হয়!
বিচার বুঝি কড়া নাড়ে খোলেনাতো দোর,
দিন কাটে প্রতিক্ষাতে আসবে রাঙা ভোর!!