আসরে  সমস্ত কবি বন্ধুদের উদ্দ্যেশে এ লেখাটি।
আমি কবিতাটি গোলাম রহমান,মনোজ ভৌমিক ও মোঃ সানাউল্লাহ্ কে  উৎসর্গ করলাম।




ওদের সাথে হইনি দেখা, কোনোদিনও কভু,
হয়তো মুখ কোনোদিনও পাইনি দেখতে তবু...


কেমনে তারা ছিনিয়ে নিল, মনের কথকতা!
কোথায় পাবো এমন বন্ধু স্নেহয় মাখা যেথা।


চলার পথের প্রেরণা তারা, চাঁদের মতো হাসি!
ব্যথিত হৃদে মন্তব্যটা  খুবযে ভালোবাসি।


সবার মনের কথা বুঝে, সুখ কিংবা দুখ।
বন্ধু পেয়ে ধন্য ভারী জাগে  চিত্ত সুখ।


তাদের মা আমার মা পৃথক কভু দেশ,
রক্তাক্ত হয়না স্নেহ কাঁটাতারেই শেষ।


হয়তো ধর্ম ইসলাম আর রাম মোর জান,
সাম্যবাদের চাদরে ঢাকি গীতা ও কোরাণ।


রাখী পাঠাই মনের সুতোয় দিও তার মান,
পার্থিব নাইবা হলো কোরোনা অভিমান।


বিবেকের টান রাখীর সুতা যদিগো এক হয়
সমাজ যেনো কোনো ঝড়ে হয়না কভু ক্ষয়।


মিলন মাঝে উৎসবের হোক সবাকার জয়,
বুকের গভীরে জ্বলুক দীপক সম্প্রীতির বোধদয়।


প্রজাপতি সম রঙীন সুখ  দশ দিকেতে উড়ে,
রাখীর সুতোয় বাঁধা পরেগো সবার হৃদয় জুড়ে।


এতো নয় একটি দিনের সুখের আলোয় ঢাকা,
তাৎপর্য তার দীর্ঘ মননে আদরে যত্নে রাখা।