হে রূপসী চাঁদ,
তোমার রূপের ধার দেবে?
কথা দিলাম...শোধ করে দেব,
এ জনমে না হলে, হয়তো পরের জনমে!
কলঙ্ক...
সে আমি মাখবো আমার গায়,
কলঙ্ক বড়  বেশী পুরানো!
ঐ কলঙ্ক মেখে রাধা ছিল কৃষ্ণপ্রেমী।
কলঙ্ক মেখে সুন্দরীতো তুমি!
কয়লার কলঙ্ক কভু
হীরা হয়ে ওঠে,
সমুদ্রের কলঙ্কতো মুক্ত হয়ে ফোটে।
তবে এক সাধারন মেয়ের কলঙ্ক,
না,হয় না বড় দামী।
এ সমাজের দীর্ঘ চঞ্চু
রোয়াওঠা ঘাড়গুলো  বিধান দেয়...
পাঠাও শ্বশানে অথবা নির্বাসনে।
আমি তোমার মতো হবো  বাঁকা চাঁদ,
ঘুচিয়ে দেব যত  আঁধার কালো
এ কালির আঁচড় বহন করুক,
আমার হৃদয়ের গোপন আলো...
জোছনা হয়ে ঝরুক তাতে
একশো হাজার খর্গ
খণ্ড খণ্ড হবে অশুভ,
সমাজ হবে স্বর্গ।
চাঁদ, আমি তোমার মতো হবো
তোমার রূপের ধার দিয়ো কিছু
কথা দিলাম শোধ করে দেবো,
এ জনমে না  হয়...
চিরঋণী রইবো  তোমার কাছেতে!