ধানসিড়ি নদী তীরে রূপশালি ধানl
আছি বসে খর তাপে সারা দিনমানl
নায়ে তুলে যাও মাঝি সোনার এ ধানl
সবটুকু দিয়ে যাব করে শুধু দানl
অশ্রু আর রক্ত ভরা সর্বস্ব আমারl
কোরোনাকো অবহেলা রেখো তার মানl
সাঁঝবেলা আসে নেমে  ঘনাবে আঁধারl
সাধ নাই আর কিছু পেয়ছি অপারl


প্রতীক্ষা করেছি ওগো বহু যুগ ধরেl
পূরণ করোগো তাহা সাথে লও মোরেl
চা'বনা পার্থিব কিছু  এক কোণে ঠাঁইl
তাছাড়া চাওয়ার বুঝি আর কিছু নাইl
উথলি পাথালি ঢেউ শুধু মোরে ঘিরেl
চাব নাতো কোনোদিন পিছু আমি ফিরেl