বীর সৈনিক নেতাজী চা'ব ক্ষমা আজl
স্বাধীনতার স্বরুপ মুখোসের  রাজl
চোখের তোমার স্বপ্ন পূর্ণ হয়নিতোl
স্বরাজ এসেছে তবু কান্না থামেনিতোl
ভাগ করে গেল দেশ তারা স্বর্গপারেl
সীমানায় বসে বীর অসহায় মরেl
ক্ষিদেয় কাঁদছে শিশু, ভবিষ্যত কাঁদেl
বিকিয়ে গেছেতো তারা লোভীদের ফাঁদেl


রাজতন্ত্র হলো ভোতা বাইবে কে ভারl
শান দিতে হলে তাতে বীর দরকারl
কারাগারে নেই মোরা তবু হাতে বেড়িl
সততা ন্যায়ের ধ্বনি কবে গেছে চুরিl
মূল্যবোধ গেছে হেরে ধরাশায়ী বুঝিl
মনুষ্যত্ব আছে কার? ঠিকানাটা খুঁজিl