মৃত্যু বহে শান্তি রূপ কালচক্র তলে l
ফেরে নাতো আরবার স্মৃতি যায় ভুলে l
মৃত্যুর নয়নে নাশে জরাজীর্ণ ভার l
নিস্তব্ধ ঠিকানা তলে হতে হয় পার l
মৃত্যুর অনিন্দ্য রূপ অসীমের তলে l
পরশ পাথরে তার ক্লান্তি সব ভুলে l
শসনের বেড়া জালে বাঁধা যাবে নাতো l
বেদন আবর্তে ঘিরে ব্যথা পাবে শত l


নতুন জনম তরী  দুয়ারে দাঁড়ায় l
বিচ্ছেদের মরু শূণ্যে মৃত্যু স্থান পায় l
অজস্র কুসুমে ভরা দেহ বলে যায় l
বৃথা আয়জনে ভরা বিফমতাময় l    
মাটি কাছে ঋণী হয়ে শেষ ঠাঁই তার l
পদতলে ঝরে তার সব শ্রদ্ধা ভার l