বসন্তর নাইটিঙ্গল তুমি যাও দূরে চলেl
এই মৃত্যু উপত্যকা ছেড়েl
এখানে কভু বসন্ত আসেনা পাখা মেলেl
তোমায়  মানাবেনা একেবারেl


এই উপত্যকায় কোনো শস্য ফলে নাl
ফাগুনের আসেনা বাহারl
রাঙা পলাশের বনে লাগেনাতো রংl
কাজখানি ভুলে তারl


শস্য  তুলে মাথা এই ঘন আঁধারে,
অস্তিত্ব তার কখনো  জানায়,
রুক্ষ শুষ্ক খরায় সোজা হতে চায়,
আঘাতেই হয় বুঝি ক্ষয়l


অবিরাম খর আঘাতে বুঝি শস্যর মৃত্যু,
সবুজ মাথা আর বাড়েনাl
বসন্তর নাইটিঙ্গল তুমি ব্রাত্য তব কলতান
মন কভূ ছুঁতে পারেনা।


বসন্তের কোলাহল গান পলাশ পাপড়ির আগুন
হয় যেন অস্তিত্ব বিহীনl
এখানে মধুকীটরা  রাতের আঁধারে আসেl
ফুরায় যখন আলোর দিনl


চম্পা চামেলির দুয়ারে আসে স্বরূপ নিয়ে,
হৃদয়ের রক্ত লাশ মাড়িয়েl
মধুকীটদের দংশনে  রোজ করুণ মৃত্যুl
ফেরে তারা আলো এড়িয়েl