দিবসের মণি তুমি সূর্য নারায়ণ l
অদিতির পুত্র হয়ে স্নেহ করো দান l
সপ্তাশ্ববাহিত তুমি রামধনু মেখে l
প্রত্যহ প্রত্যক্ষ করো দৃষ্টি সুধা রেখে l
জাগ্রত দেবতা তুমি সর্ব শক্তিমান্ l
তোমাছাড়া এ জগত আঁধারে গমন l
যাত্রাতব অনন্তকাল স্পর্শে যায় জরা l
আলোর বাঁশি বাজাও ছন্দে বসুন্ধরা l


শত সূর্যমুখী  জাগে তোমার ছোঁয়ায় l
তোমার মূক আবেশ জুড়ে শুধু রয় l
কালোর বুক ঠিকরে জাগো তুমি সূর্য l
জয় ধ্বান্ত বিনাশক তুমি বলবীর্য l
কোটি রশ্মি বিভাসিত জেগে থাকা পুণ্য l
চির জাগ্রত রূপ তব দীপ্ত মহাশূন্য l