প্রভাতের নব ফুলে ডালা খানা ভরে।
চলেছিনু ধীর পদে  সিঁড়ি খানি ধরে।
হাজার ফুলেতে গড়া পূজার ঐ মালা।
কর্তব্য প্রেম স্নেহের ফুলে ছিল ডালা।
পথের  দুপার শুধু ডাকে নাম ধরে।
আমায় দাওগো আজি কিছু দয়া করে।
আহ্বান পারিনি আমি এড়াতে তাদের।
ডালা শূন্য করে আমি ভরায় ওদের।


আর কিছু নাই মোর কি চরণে দেবো।
কি ফুলে অঞ্জলি দিয়ে তোমারে সাজাবো।
আঁখির পদ্মে সাজাব জাগে সাধ মনে।
সবকিছু দান করে রিক্ত আজি প্রাণে।
লওগো আমারে প্রভু প্রার্থনা আমার।
হৃদয় জ্বেলে করবো আরতি তোমার।